পরীমনিকে ধর্ষণ ও হত্যা চেষ্টার ঘটনায় সাভার থানায় ৬ জনের নামে মামলা

 


সাভার প্রতিনিধি :

ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে ব‌্যবসায়ী নাসির উদ্দীনসহ ৬ জনের বিরুদ্ধে মামলা করছেন অভিনেত্রী পরীমনি।  সোমবার (১৪ জুন) দুপুরে সাভার মডেল থানায় এ মামলা  দায়ের করেন পরীমনি। 

 সাভার মডেল থানার পরিদর্শক কাজী মাইনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘পরীমনি বাদী হয়ে মোট ৬ জনের নামে এ মামলা করেছেন। মামলা নম্বর ৩৮।’

 তিনি জানান, পরীমণিকে ধর্ষণ ও হত্যাচেষ্টার ঘটনায় এর আগে রাজধানীর মিরপুর বিভাগের রূপনগর থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছিল।

 যেহেতু ঘটনাটি ঘটেছে ঢাকা জেলার সাভার থানা এলাকায়, তাই রূপনগর থানায় করা লিখিত অভিযোগটি সাভার থানায় এনে মামলায় রূপান্তর করা হয়েছে।

Post a Comment

Previous Post Next Post