শামসুল হুদা লিটন কাপাসিয়া (গাজীপুর) থেকে: কাপাসিয়ায় ২০২৫ সালের এইচএসসি, আলিম ও সমমানের পরীক্ষার্থীদের জন্য ব্যতিক্রমধর্মী মানবিক উদ্যোগ গ্রহণ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কাপাসিয়া উপজেলা শাখা।
ছাত্র শিবিরের স্থানীয় নেতৃবৃন্দের উদ্যোগে এবং বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও গাজীপুর -৪ (কাপাসিয়া) সংসদীয় আসনে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী সালাউদ্দিন আইউবী'র সৌজন্যে
উপজেলার টোক শরীফ মমতাজ উদ্দিন আহমেদ কলেজ, শহীদ তাজউদ্দিন আহমেদ সরকারি কলেজ হাইলজোর, বেলাশী ফাজিল মাদরাসা কেন্দ্র সহ বিভিন্ন পরীক্ষা কেন্দ্রের সামনে আগত পরীক্ষার্থীদের সহযোগিতার জন্য হেল্প ডেস্ক কর্ণার স্থাপন করা হয়। পাশাপাশি অভিভাবকদের বিশ্রাম নেয়ারও ব্যবস্থা করা হয়।
ছাত্র শিবির নেতৃবৃন্দ পরীক্ষার্থী ও অভিভাবকদের মাঝে বিশুদ্ধ খাবার পানি, খাবার স্যালাইন, কলম সহ নানা উপকরণ বিতরণ করেন। তাদের এ উদ্যোগটি পরীক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। ভবিষ্যতেও এ ধরনের ছাত্র কল্যাণমূলক কর্মসূচি অব্যাহত থাকবে বলে আয়োজকরা জানান।
Tags
সারাদেশ