শেষ বসতি


ইচ্ছে করে যাই চলে,
আমার প্রিয় গ্রামে।
শৈশবের সেই স্মৃতি গুলো,
কেবল পড়ে মনে।

শেষ বেলাতে সূর্য্য যখন,
ডোবার সময় হয়।
নদীর বুকে রঙ্গিন আভা,
ছড়িয়ে সে দেয়।
ঝিলিক জ্বলা আলোর ধারা,
পূর্ণিমা সে রাতে।
নদীর বুকে আপন মনে,
চলছে জলের স্রোতে।
জোনাক জ্বলা সন্ধ্যা রাতে
খেক শিয়ালের হাঁক,
মৌ মৌ সব গন্ধে ভরা
মৌমাছিদের চাক।
প্রজাপতি উড়ে বেড়ায়,
পদ্ম ফুলে ফুলে।
ফুলের সাথে করছে খেলা,
রঙ্গিন পাখা মেলে।
চলছে পথিক মেঠো পথে,
দূরের অন্য গাঁয়ে,
শিশির কণা জড়িয়ে থাকে,
ওদের দুটি পায়ে।
তাইতো আমার প্রিয় গ্রামে,
মনটা পড়ে রয়,
এই গ্রামেই যেন আমার,
শেষ বসতি হয়।
সংশোধিত

কবি- মোঃ ইবাদুল হাসান(ইবু)
 
  কবিতাটি লেখার সময় কাল- ঢাকা,১১/১২/২০১৮ইং।

Post a Comment

Previous Post Next Post