পৃথিবীর অসুখ - বিনিতা দত্ত

বিনিতা দত্ত
 
হঠাৎ যেন থমকে গেল জীবন
বন্দী হয়েছে এক নিমেষে
শব্দগুলো হারিয়ে গেছে
স্তব্ধ আকাশ দিনের শেষে।
চঞ্চল রাজপথ আজ একাকী
মন নিয়ে খোলা আকাশের নীচে
হৃৎপিণ্ডের শব্দ জোরালো হয়ে ধরা
দিয়েছে মনের আনাচে কানাচে ।
অশনি সঙ্কেত আজ পৃথিবী
ঘিরে গ্রাস করেছে মৃত্যুমিছিল
গৃহবন্দী আজ মানব জাতি
কৃতকর্মের ফলে থমকে গতিশীল।
মুক্তির আহ্বানে সাড়া দিতে
নির্বাসনই এক মাত্র উপায়
নিজেরে নতুন রূপে খোঁজা
ধৈর্য ও নতুনের আশায়।
লোভ, লালসা, ক্ষমতা আজ
হয়েছে পতনের কারণ
ধ্বংস স্তূপের মাঝে দাঁড়িয়ে
আত্মহারা এযুগের রাবণ।
সমগ্র মানবজাতি এক হয়ে
নীরব যুদ্ধে দেখবো জয়ের পতাকা
শৃঙ্খল মুক্ত হয়ে শত্রু বিনাশ করে
ঘুরবে সেদিন চাকা ।।

Post a Comment

Previous Post Next Post